শিরোনাম
২৬ বাংলাদেশি হত্যা: পালিয়ে বাঁচা একজনের মুখে ভয়াল বর্ণনা
প্রকাশ : ২৯ মে ২০২০, ১৬:৪২
২৬ বাংলাদেশি হত্যা: পালিয়ে বাঁচা একজনের মুখে ভয়াল বর্ণনা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী শ্রমিককে গুলি করে হত্যা করেছে মানবপাচারকারী চক্রের এক সদস্যের পরিবারের লোকজন। নিহত বাকি চারজন আফ্রিকান।


বৃহস্পতিবার (২৭ মে) সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে এ ঘটনা ঘটে।এতে ২৬ বাংলাদেশি নিহত হওয়ার পাশাপাশি আরো ১১ জন বাংলাদেশি আহত হন।


তবে ওখানে একজন বাংলাদেশি বেঁচে গেছেন। তিনিই বাংলাদেশ ‍দূতাবাসকে তথ্য দিচ্ছেন। তিনি লুকিয়ে আছেন। একজন ধর্মীয় ব্যক্তি তাকে আশ্রয় দিয়েছেন।


ওই বাংলাদেশি জানিয়েছেন, আমাদের বাংলাদেশিরা ইউরোপ যাওয়ার লোভে পাচারকারীদের প্ররোচনায় পড়ে সেখানে গেছেন। ইউরোপে যাওয়ার লোভে প্রায় ১০-১২ হাজার ডলার করে প্রত্যেকে দিয়েছেন। তাদের সাথে কয়েকজন আফ্রিকানও ছিলো।


এক পর্যায়ে পাচারকারীরা আরো টাকা চাচ্ছিল। এটা নিয়ে তাদের মধ্যে বচসা হয়। তখন চার আফ্রিকানের মধ্যে একজন ওই পাচারকারীদের নেতাকে মেরে ফেলে। তার প্রতিশোধ নিতে নিহত পাচারকারীর পরিবার এবং বাকি পাচারকারীরা এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে এক রুমের মধ্যে থাকা ব্যক্তিদের মধ্যে ৩০ জন মারা যায়, যাদের ২৬ জনই বাংলাদেশি। এছাড়া ১১ জন বাংলাদেশি আহত হন।


তবে একজন বাংলাদেশি অক্ষত ছিলেন। তিনি পালিয়ে একটি ফার্মেসিতে আশ্রয় নেন। পাচারকারীরা ওই ফার্মেসিও ভেঙে ফেলে। তবে ওই বাংলাদেশি সেখান থেকেও পালাতে সক্ষম হন। সেখান থেকে একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com