শিরোনাম
করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে আরো ১২ বাংলাদেশীর মৃত্যু
প্রকাশ : ০২ এপ্রিল ২০২০, ১০:২৩
করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে আরো ১২ বাংলাদেশীর মৃত্যু
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রে করোনায়ভাইরাসের আরো ১২ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫০ জনে। এর আগে, মঙ্গলবার দেশটিতে ৮ বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া যায়।


এখন পর্যন্ত করোনায়ভাইরাসের আক্রান্তের শীর্ষে রয়েছেন দেশটি। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ১৭৫ জন। মারা গেছেন ৫ হাজার ১১০ জন।


এদিকে মহামারি করোনাভাইরাসের ছোবলে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৮৪০ জনের শরীরে। এরইমধ্যে ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এ ভাইরাস।


বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ হাজার ২৭১ জন। আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটার বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে।


আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৯৪ হাজার ২৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৬ লাখ ৯৪ হাজার ৩১৩ জন। এদের মধ্যে ৬ লাখ ৫৮ হাজার ৮৩৫ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩৫ হাজার ৪৭৮ জনের অবস্থা গুরুতর।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com