শিরোনাম
আরব আমিরাতে সুদানিদের হামলায় বাংলাদেশীর মৃত্যু
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৬
আরব আমিরাতে সুদানিদের হামলায় বাংলাদেশীর মৃত্যু
ফাইল ছবি
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংযুক্ত আরব আমিরাতে সুদানিদের হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার ২০ দিন পর এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশীর নাম মো. ইসমাঈল (৩২)।


বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে শারজাহয়ের আল কাসেমি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আমিরাত প্রবাসী ওমর ফারুক রেজা।


তিনি বলেন, ৩১ জানুয়ারি তাদের বসবাসস্থল আলি মুসায় ক্যাম্পের কাছে পাকিস্তানি মালিকানাধীন কোম্পানি সালমান শেখ কন্ট্রাক্টিং কোম্পানির লোকজনের সাথে পাশের ক্যাম্পের একদল সুদানির সাথে ঝগড়া হয়। বিবাদ শুরু হলে ইসমাইল তা থামাতে গিয়ে সুদানিদের রোষানলে পড়েন। সেদিন গভীর রাতে সুদানিরা লাঠি দিয়ে অতর্কিতে ক্যাম্পে হামলা করলে তিনি তাদের আক্রমণে গুরুতর জখম হন।


পরে পুলিশ এসে তাকে অন্যান্য আহতদের সাথে হাসপাতালে নিয়ে যায়। ২০ দিন সেখানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কাটানোর পর শুক্রবার সকালে ইসমাইলকে মৃত ঘোষণা করেন দেশটির কতর্ব্যরত চিকিৎসকরা।


নিহত ইসমাইল স্ত্রী, ছয় বছরের একটি কন্যা সন্তান ও সাত মাস বয়সের পুত্র সন্তান রয়েছে। প্রায় এক দশক ধরে ইসমাইল শারজাহতে একজন প্লাম্বিং ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com