শিরোনাম
সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশী করোনায় আক্রান্ত
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫২
সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশী করোনায় আক্রান্ত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নভেল করোনা ভাইরাস নিউমোনিয়ায় সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশী শ্রমিক আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) এক হালনাগাদ তথ্যে বিষয়টি নিশ্চিত করেছে।


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেয়া তথ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদিন সিঙ্গাপুরে নতুন করে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন বাংলাদেশী শ্রমিক, অপরজন রিসোর্ট ওয়ার্ল্ড সেন্তোসা ক্যাসিনোর কর্মচারী।


আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যে জানা যায়, সবশেষ আক্রান্ত বাংলাদেশী শ্রমিকের বয়স ৩৯ বছর। তিনি ১০ সিলেটার অ্যারোস্পেস হেইটসে কর্মরত ছিলেন।


ভাইরাসে আক্রান্ত এ বাংলাদেশীর চীন ভ্রমণের কেনো তথ্য পাওয়া যায়নি। গত ৬ ফেব্রুয়ারি তিনি অসুস্থ বোধ করলে পরের দিন তাকে সাধারণ চিকিৎসা দেয়া হয়। এরপর ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরের জাতীয় সংক্রামক রোগ কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়।


শেষ এই দুইজনের মাধ্যমে সিঙ্গাপুরে ভাইরাসটিতে মোট ৪৭ জন রোগী আক্রান্ত হলেন, যার মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।


এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বাংলাদেশী শ্রমিকের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানায়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আরো একজনের আক্রান্ত হওয়ার তথ্যের মাধ্যমে ভাইরাসটিতে সিঙ্গাপুরে দ্বিতীয় কোনো বাংলাদেশীর আক্রান্ত হওয়ার খবর এলো।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com