শিরোনাম
বঙ্গবন্ধুকে সম্মান জানালো নিউইয়র্ক স্টেট
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২০, ১১:৪৩
বঙ্গবন্ধুকে সম্মান জানালো নিউইয়র্ক স্টেট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সম্মান জানালো নিউইয়র্ক স্টেট। বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথম বাংলা ভাষণ দিয়েছিলেন। সেই দিনটিকে ২০২০ সালের জন্য বাংলাদেশি ইমিগ্রান্ট ডে হিসেবে রেজ্যুলেশন পাশ করেছে নিউইয়র্ক স্টেট।


মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা সিনেটের স্ট্যাভেস্কির মাধ্যমে এই বিষয়ে একটি প্রস্তাবনা পাঠালে ১৪ জানুয়ারি নিউইয়র্ক স্টেট গভর্নর এন্ড্রু ক্যুমো এটি জে ২৩৪৬ স্মারকে রেজ্যুলেশন আকারে পাশ করেন। ২০ জানুয়ারি নিউইয়র্ক স্টেট সেক্রেটারি আলেন্ড্রো এন পলিনো মূল রেজ্যুলেশনটি নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন গ্রহণ করে।



বিশ্বজিত সাহা বলেন, বাংলাদেশ সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২০ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে। ২৫ সেপ্টেম্বরকে বাংলাদেশ সরকার যদি ‘বাংলাদেশ ইমিগ্রান্ট ডে’ হিসেবে ঘোষণা করে তবে আমি মনে করি এটি হত জাতির জনককে শ্রদ্ধা জানাবার গৌরবতম অধ্যায়।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com