শিরোনাম
তুরস্কে নৌকাডুবিতে নিহত চার বাংলাদেশীর লাশ আসছে শুক্রবার
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২০, ১০:২২
তুরস্কে নৌকাডুবিতে নিহত চার বাংলাদেশীর লাশ আসছে শুক্রবার
ফাইল ফটো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবির ঘটায় তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান হ্রদে নিহত ৪ বাংলাদেশীর মরদেহ দেশে আসছে শুক্রবার (১৭ জানুয়ারি)।


বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তুরস্ক থেকে পাঠানো হবে নিহত ওই ৪ বাংলাদেশীর মরদেহ, যা শুক্রবার বাংলাদেশ পৌঁছানোর কথা রয়েছে। তুরস্কের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।


নিহতরা হলেন- সুনামগঞ্জের জামজেদ মিয়া ও মিজানুর রহমান, সিলেটের সৈয়দ ফয়সাল আহমেদ এবং নেত্রকোনার চৌধুরী ইউএ ইউশা ওসমানী।


প্রসঙ্গত গত ২৫ ডিসেম্বর ভান হ্রদে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে সাত জনের মর্মান্তিক মৃত্যু হয়। মৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশী নাগরিক হিসেবে চিহ্নিত হলে স্থানীয় প্রশাসন গত ২৭ ডিসেম্বর দূতাবাসকে অবহিত করে।


নৌকাডুবির পর উদ্ধারকৃত ১১ বাংলাদেশী নাগরিককে বর্তমানে তুরস্কের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করেছে।


দুর্ঘটনাস্থল তুরস্কের রাজধানী আঙ্করা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থিত।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com