শিরোনাম
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ড. রাব্বী আলম
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২০, ১৬:৪৬
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ড. রাব্বী আলম
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ড. মোঃ রাব্বী আলমকে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক মনোনীত করেছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সিনিয়র সদস্য, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এস এ মালেক।


ডা. এস মালেক সোমবার এক ভিডিও বার্তায় আদর্শিক বিচ্যুতি ও নিষ্ক্রিয়তার কারণে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের পূর্বের কেন্দ্রীয় নেতৃত্বকে অব্যাহতি প্রদান করে ড. মোঃ রাব্বী আলমকে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক হিসাবে ঘোষণা দেন এবং তার নিজস্ব সংগঠন বঙ্গবন্ধু কমিশন থেকে পদত্যাগ করে পদত্যাগপত্র কেন্দ্রে পাঠানোর জন্য অনুরোধ করেন৷ পাশাপাশি তিনি ড. রাব্বী কে যুক্তরাষ্ট্রের যে সকল ইউনিটে বঙ্গবন্ধু পরিষদের কমিটি রয়েছে সে সকল ইউনিটকে অবহিত করে জাতীয় কনভেনশন করার জন্য দিক নির্দেশনা দেন৷


তিনি বলেন, ড. রাব্বীর মত সৎ, কর্মঠ, সাংগঠনিক ও যোগ্য লোক যদি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন তাহলে সংগঠনটি আরো বেশী শক্তিশালী ও গতিশীল হবে৷


ডাঃ এস এ মালেক জাতীয় কনভেনশনে যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনীদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি লিখিত আবেদনের নির্দেশ দেন।


এছাড়া আমেরিকায় কেন্দ্রীয়ভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নব নিযুক্ত আহবায়ক ড. রাব্বী আলমকে নির্দেশ দেন৷


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com