শিরোনাম
কুয়ালালামপুরে আন্তর্জাতিক বিজনেস অ্যাওয়ার্ড পেলেন দুই বাংলাদেশী
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২০, ১৭:৫৬
কুয়ালালামপুরে আন্তর্জাতিক বিজনেস অ্যাওয়ার্ড পেলেন দুই বাংলাদেশী
কুয়ালালামপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল বিজনেস ডেলিগেশনের উদ্যোগে আয়োজিত আইবিডি সামিট-২০২০ এ অ্যাওয়ার্ড পেয়েছেন দুই বাংলাদেশী।


বৃহস্পিতবার (৯ জানুয়ারি) কুয়ালালামপুর হোটেল শেরাটনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবাদিক এমজি হাজারী ও হেলেনা জাহাঙ্গীর (সিআইপি)'র হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ইন্টারন্যাশনাল বিজনেস ডেলিগেশনের (আইবিডি) চেয়ারম্যান ইউসুফ আল জাবের।


ব্যবসায় বিশেষ অবদান রাখায় জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর (সিআইপি) ও মধ্যপ্রাচ্য বাংলাভিশনের প্রতিনিধি গোলাম মাওলা হাজারীকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। জাপান ও কাতারের একজন করে মোট চারজনেক এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।


অনুষ্ঠানে আসিয়ান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট দাতু এইচ জে মুহাম্মাদ ইজাত আমির, ভিনেত নাম্বিয়ারসহ বিশ্বের ১১টি দেশের ব্যবসায়ী এবং বিভিন্ন দেশের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক এমজি হাজারীকে আইবিডির অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়।


বিবার্তা/আরিফুজ্জামান/সোহেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com