
কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মুক্তিযোদ্ধা ছাত্র জনতার মহাসমাবেশ আগামীকাল বুধবার (১৭ জুলাই) অনুষ্ঠিত হবে। মহাসমাবেশের আয়োজন করেছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব’৭১।
১৬ জুলাই, মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন গৌরব’৭১ এর সাধারণ সম্পাদক এফএম শাহীন।
তিনি জানান, বুধবার (১৭ জুলাই) বিকেল ৪টায় শাহবাগ প্রজন্ম চত্বরে গৌরব’৭১ এর আয়োজনে ‘কোটা আন্দোলনে মুক্তিযুদ্ধবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মুক্তিযোদ্ধা ছাত্র জনতার মহাসমাবেশ’ অনুষ্ঠিত হবে।
এতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ছাত্র, জনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের দেশবরেণ্য ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।
বিবার্তা/সোহেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]