চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১১:৪৭
চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


পুলিশ জানায়, বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়ার বাজারে গতকাল বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, গতকাল বিকেলে পশ্চিম বাঁশখালীর দারুল ইসলাহ মাদরাসা মসজিদে ইসলামী ছাত্রশিবির একটি কোরআন মাহফিলের আয়োজন করে। অভিযোগ আছে ছাত্রদলের একদল কর্মী তাদের কর্মসূচিতে বাধা দেয়, যার ফলে সন্ধ্যায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিএনপি ও জামায়াতের কর্মীরা মীমাংসার জন্য মোশাররফ আলী মিয়ার বাজারে জড়ো হলে সেখানে দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়।


বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু হালদার বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুই দলই ইটপাটকেল নিক্ষেপ করে এবং একে অপরের ওপর হামলা চালায়। পরে পুলিশ সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'


এই বিষয়ে কেউ কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি বলে তিনি জানান।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com