
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের পৃথক অভিযানে ৩০ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক উদ্ধার হয়েছে।
১৯ আগস্ট, মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১৫০ গ্রাম হেরোইন, ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা, ১৯২ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ৮৯২ পিস সেনেগ্রা ট্যাবলেট এবং ৫৯০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১৯ আগস্ট) মধ্যরাতে সীমান্তের ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিজিটি মাঠে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ৫০ গ্রাম হেরোইন এবং ৩৫২ পিস সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫ হাজার ৬০০ টাকা। এর আগে সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পদ্মা নদীর মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে ৫৯০ কেজি কারেন্ট জাল উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া জালের মূল্য ২৩ লক্ষ ৬০ হাজার টাকা। পরে একইদিন রাত ১১টার দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ পুরাতন ঠোটারপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১০০ গ্রাম হেরোইন, ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা এবং ১৯২ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে। যার মূল্য ২ লক্ষ ৮১ হাজার ৪০০ টাকা। এছাড়াও মহিষকুন্ডি সীমান্তের জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ ময়ারামপুর মাঠে অভিযান চালিয়ে ভারতীয় ৩০০ পিস সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। যার মূল্য ৯০ হাজার টাকা।
অপরদিকে মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে পার্শ্ববার্তী মেহেরপুর জেলার ধলা বিওপির দায়িত্বপূর্ণ ধলা মাঠে বিজিবি’র অভিযানে ভারতীয় ২৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার হয় যার মূল্য ৭২ হাজার টাকা।
উদ্ধার হওয়া মাদকের সর্বমোট সিজার মূল্য ৩০ লক্ষ ৯ হাজার টাকা। মাদক ও কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন স্টোরে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে ৪৭ বিজিবি। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]