পাবনায় আতাইকুলায় অস্ত্র তৈরির কারখানায় অস্ত্র উদ্ধার, আটক ২
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২২:০৭
পাবনায় আতাইকুলায় অস্ত্র তৈরির কারখানায় অস্ত্র উদ্ধার,  আটক ২
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনা জেলার আতাইকুলা থানাধীন লক্ষ্মীপুর ইউনিয়নের চতরা বিলের গভীরে গোপন আস্তানায় ময়েজ বাহিনীর অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে পুলিশ।


সোমবার (১৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে।


আটক দুজন হলেন পাবনা সদরের নিয়ামতপুর ইউনিয়নের মনিরুল ইসলাম (৩০) ও মালিগাছা খুদাইপুর গ্রামের রেজাউল (৪০)।


পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চতরা বিল এলাকার ময়েজ বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।


গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ সোমবার রাতে সেখানে বিশেষ অভিযান চালায়। এসময় বিলের মধ্যে লুকানো আস্তানায় অস্ত্র তৈরির ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গান পাউডারের মতো উপকরণসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম এবং একটি ওয়ান সুটার গান, একটি রিভলবার ও তিন রউন্ড তাজা গুলি পাওয়া গেছে।


আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ডাকাতি ও চাঁদাবাজির জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল।


আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল্লাহ জানান, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরা বিলকে আস্তানা হিসেবে ব্যবহার করছে।


বিবার্তা/পলাশ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com