খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২৩:৫০
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে খাগড়াছড়িতে। শোভাযাত্রা, শহীদ জিয়ার স্মৃতি ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে আলোচনা করে সংগঠনটি।


মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি সরকারি কলেজ গেইট থেকে নানা ফেস্টুন, ব্যানার নিয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে টাউন হলে গিয়ে বেলুন উড়িয়ে আলোচনা সভায় মিলিত হয়।


খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর এর সভাপতিত্বে সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয় এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি,সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়া।


ফ্যাসিস্ট সরকার দেশকে পঙ্গু করে দিয়েছে মন্তব্য করে প্রধান অতিথি ওয়াদুদ ভূঁইয়া বলেন,জনগণের সাথে সু-সস্পর্কের মধ্য দিযে জনগণের ভোটে বিএনপি জয়লাভ করতে হবে। তাই জনগণের ভোটের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে হবে।


তাই জনগণের সাথে সস্পর্ক বজায় রেখে পাহাড়ি-বাঙ্গালী শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেন পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান নেতাকর্মীদের। এ সময় সেনাবাহিনীকে দেশ প্রেমিক মন্তব্য করে এনসিপির সম্প্রতিকালের বক্তব্য প্রতিবাদ জানিয়ে প্রশাসনকে সহায়তার আহ্বান জানানো হয়।


তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে তিনি নানা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এনসিপির ষড়যন্ত্র আর ছাড় দেয়া হবেনা বলে মন্তব্য করে তিনি।


বক্তারা আরও বলেন, গুপ্ত বাহিনী সারাদেশ ষড়যন্ত্রের জাল তৈরি করছে। তারা তারেক রহমানসহ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তারাই অদৃশ্য শক্তিকে নিয়ে ফায়দা লুটতে দেশকে অস্থিতিশীল চেষ্টা রুখে দেয়া হবে বলে হুশিয়ারি জানিয়ে জনগণকে বোকা বানিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা যাবেনা বলে জানান।


খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানার স্বাগত বক্তব্য'র মধ্য দিযে এতে প্রধান বক্তা ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. আ: মালেক মিন্টু,,মোশাররফ হোসেন,অনিমেষ চাকমা রিংকু,আ: রব রাজা,খাগড়াছড়ি জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক নজরুল ইসলাম।


খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল ইসলাম সুমন, বর্তমান খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আনিসুল আলম আনিক, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ,দপ্তর সম্পাদক মো: রফিকসহ নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।


বিবার্তা/আল-মামুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com