কালীগঞ্জে চুরি করে অন্যত্র সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২২:২৪
কালীগঞ্জে চুরি করে অন্যত্র সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কালীগঞ্জে চুরি করে নির্দিষ্ট এলাকার বাইরে উচ্চমূল্যে সার বিক্রির অভিযোগে বিসিআইসি সারের ডিলার রিফাত এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মাহাবুবুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩ টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম। এ সময় তার কাছ থেকে নির্দিষ্ট এলাকার বাইরে সার বিক্রি করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।


জানা গেছে, রিফাত এন্টারপ্রাইজ বিসিআইসি সারের ডিলার। তিনি উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের সাব ডিলার ও কৃষকের মাঝে সরকারি সার ন্যায্যমূল্যে বিক্রি করতে পারবেন। কিন্তু তিনি ওই ইউনিয়নে সার বিক্রি না করে পার্শ্ববর্তী ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা বাজারের আমিরুলের কাছে উচ্চ মূল্যে বিক্রি করছেন। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শ্যালো ইঞ্জিন চালিত যান নসিমনে ৩০ বস্তা ইউরিয়া ও পটাশ সার নিয়ে যাওয়ার সময় স্থানীয় সাংবাদিকদের কাছে ধরা পড়েন।


সার নিয়ে যাওয়া নসিমন চালক টিটন হোসেন বলেন, মাহাবুবুর রহমানের বলিদাপাড়া ও মল্লিকনগর এলাকার দুটি গুদাম থেকে ২০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা পটাশ নিয়ে তেতুলতলা বাজারের আমিরুলের কাছে নিয়ে যাচ্ছিলেন।


কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কৃষি অফিসার ইমদাদুল হাসান বলেন, সংশ্লিষ্ট ইউনিয়নের ডিলার তার পাশের ইউনিয়নেও সার বিক্রি করতে পারবে না। অন্য উপজেলায় সার বিক্রির প্রশ্নই আসে না। খবর পেয়ে সারের ডিলার মাহাবুবুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিক্রি হওয়া সার ফেরত আনা হয়েছে।


কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, সার ব্যবস্থাপনা আইনে ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তীতে নির্দিষ্ট এলাকার বাইরে কখনো সার বিক্রি করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com