
রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে রাজবাড়ী জেলা স্বে”ছাসেবক দলের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি রাজবাড়ীর জেলা বিএনপি কার্যালয়ে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে শহীদ স্মৃতি চত্তরের বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে জেলা স্বেচ্ছাসেবক দলের ৮টি ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক খানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়কত আলী বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ন আহবায়ক মতিউর রহমান মিজান, শহীদ খান, মো. শওকত মাহমুদ, জাহাঙ্গীর খান বক্তব্য রাখেন।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব মো. তুহিনুর রহমান তুহিন বলেন, আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হবে। সেই নির্বাচনে স্বে”ছাসেবক দলের নেতাকর্মীরা বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নিরসল পরিশ্রম করবেন। রাজবাড়ীতে ঐক্যবদ্ধবাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আনন্দ র্যালি, বৃক্ষরোপণ, পরিস্কার পরিছন্নতা অভিযানসহ প্রতিষ্ঠাবাষিকীতে কল্যাণকর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আলোচনা সভা শেষে জেলা বিএনপি কার্যালয়সহ শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]