হাকিমপুরের আলোচিত ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ২২:১১
হাকিমপুরের আলোচিত ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আলোচিত ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি মোঃ মামুনুর রশিদ (৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব।


মঙ্গলবার (১৯ আগস্ট) ভোরে মাগুরা জেলার সদর থানার নতুন বাজার এলাকায় র‌্যাব-১৩ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


র‌্যাব জানায়,বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ সমাজের বিভিন্ন গুরুতর অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।


বাদীর দায়ের করা এজাহার মতে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ৮ জুলাই সকালে হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের বাওনা গ্রামের পাশে তুলশীগঙ্গা নদীর ধারে রহমতের আবাদী জমির পাশে গাছতলায় ডেকে নিয়ে ইউপি সদস্যকে অতর্কিতভাবে মারধর করে আসামিরা। এসময় তাকে জোরপূর্বক ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করা হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ বগুড়ায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৯ জুলাই সকালে মারা যান।


পরে নিহত ইউপি সদস্য হারুনুর রশিদ এর পিতা বাদী হয়ে তারিখে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১১/১৪১)।


ঘটনাটি এলাকায় এবং গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। অবশেষে র‌্যাবের অভিযানে মামলার প্রধান আসামি মামুনুর রশিদকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/রববানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com