
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলার উচ্চ মাধ্যমিক মেধাবী ছাত্রছাত্রী ও ভার্ক সদস্যদের মেধাবী ছেলেমেয়েদের মাঝে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দু'অর্থবছরের "ভার্ক উচ্চ মাধ্যমিক শিক্ষা বৃত্তির অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এলক্ষ্যে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর আর্থিক সহায়তায় উপজেলার উচ্চ মাধ্যমিক ও ভার্ক সদস্যদের মেধাবী ছেলেমেয়েদের জন্য ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরের মোট ২৩ জন মেধাবী ছাত্রছাত্রী ও ভার্ক সদস্য ছেলেমেয়েদের মাঝে ১৫ লাখ ৪৮ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ২০২৪-২০২৫ অর্থবছরে ২য় বর্ষের ১৪৬ জন ১ম বর্ষের ৫৩ জন শিক্ষার্থীকে মাসিক ১ হাজার টাকা করে এক বছরের বৃত্তি প্রদান বাবদ ২৩ লাখ ৮৮ হাজার ভার্ক উচ্চমাধ্যমিক শিক্ষাবৃত্তির টাকা প্রদান করা হয়।
এ আর্থিক সহায়তা প্রদানের চেক বিতরণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান এর কার্যালয়ে তিনি এ আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, ভোলাহাট এরিয়া সহকারী পরিচালক মোঃ আরিফুজ্জামান, শাখা ব্যবস্থাপক মোসাঃ লাকী খাতুন, ভার্ক ভোলাহাট শাখার হিসাবরক্ষক সুজন কুমার, ভার্ক উপজেলা সমন্বয়কারী মোসাঃ হাজেরা খাতুন।
বিবার্তা/লিটন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]