
রাজবাড়ীর পাংশায় বসতবাড়ীতে অনুমোদন ছাড়া ক্ষতিকর রং ও কেমিক্যাল দিয়ে শিশুখাদ্য (রোবোজুস) তৈরির অপরাধে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া গ্রামের সায়মা আইসরোবো কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান।
এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিকসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান বলেন, দুপুরে সায়মা আইসরোবো কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানার মালিক লাল মিয়া বিএসটিআইয়ের লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। এছাড়া শিশুখাদ্য (রোবোজুস) তৈরিতে নিষিদ্ধ ও ক্ষতিকর ঘনচিনিসহ বিভিন্ন রাসায়নিকের ব্যবহার, ক্ষতিকর ফ্লেভার ও রংয়ের ব্যবহার, অন্য প্রতিষ্ঠানের লেভেলযুক্ত মোড়কে শিশু খাদ্য উৎপাদন ও প্যাকেটজাতকরণ এবং উৎপাদন তারিখেরও পরের তারিখ উৎপাদন তারিখ হিসেবে প্রদান করার প্রমাণ পাওয়া যায়। যে কারণে কারখানার মালিক লাল মিয়াকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ২৩, ৩২ (ক), ৩৩, ৩৯ ধারা লঙ্ঘনের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে উৎপাদিত সকল শিশু খাদ্য ও নিষিদ্ধ, ক্ষতিকর রাসায়নিক জব্দ ও বিনষ্ট করা হয় বলেও জানান তিনি।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]