
পঞ্চগড়ে জুলাই দিবস উপলক্ষে জুলাই আহত ও শহীদ পরিবারের সম্মেলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জুলাই অভ্যুত্থানে আহতরা, নিহতের স্বজনেরা, জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, জুলাই অভ্যুত্থানের অংশ নেয়া ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে বৈষম্য বিরোধ নিরসন করা হয়েছে। দেশে আর কোন বৈষম্য জনক সৃষ্টি না হয় সেজন্য সবাইকে এক জায়গায় কাজ করতে হবে। সমাজে কোন অপশক্তিকে বা ফ্যাসিবাদকে জায়গা দেয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করতে হবে।
পরে অভ্যুত্থানে অংশ নিয়ে আহতদের ও নিহতের স্বজনদের উত্তরীয় জড়িয়ে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]