
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারের একটি খড়ির ঘর থেকে রফিকুল ইসলাম ডুবু (৭৪) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিবাগত গভির রাতে কে বা কারা ওই বৃদ্ধকে গলা কেটে হত্যা করে ফেলে যায়। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে স্থানীয়রা ওই বৃদ্ধের রক্তমাখা মরদেহ দেখতে পেয়ে সদর থানা পুলিশকে খবর দেয়। পরে
পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আলামত সংগ্রহ করেন এবং মরদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
স্থানীয়রা ও নিহতের বড় ভাই শনিবুল্লাহ জানান টুনিরহাট বাজারের কাছেই তার বাড়ি। তার দুই ছেলে ও দুই মেয়ে। ছেলে মেয়েরা সকলেই সাবলম্বী। তারা অন্যত্র বাড়ি করেছে। স্ত্রী মারা যাওয়ার পর পরিবার থেকে বিছিন্ন হয়ে প্রায় ২০ বছর ধরে বাজারে ওই খড়ি ঘরেই থাকেন তিনি । পরিবারের সদস্যরা বৃদ্ধকে বাড়িতে ফেরানোর অনেক চেস্টা করেও ব্যার্থ হয়েছেন। বাজারের বিভিন্ন দোকানে কাজ করে দিন যাপন করেন ওই বৃদ্ধ । কেন বৃদ্ধকে খুন করা হয়ে তা নিয়ে বিভিন্ন রহস্যের জটলা বেধেছে স্থানীয়দের মাঝে। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে খুনের রহস্য উদঘাটনের দাবি জানান স্থানীয়রা ।
কামাত কাজলদীঘি ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল হোসেন প্রধান বলেন, বৃদ্ধ কোন অনেক ভাল মানুষ ছিলেন। তার কোন অভিযোগ আমার কাছে আসেনি। তবে এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা দুঃখিত। শোনার পর পরের পরিষদের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসি। এসে পুলিশকে খবর দেই। প্রশাসনের কাছে আমাদের দাবি দ্রুত এই খুনের রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শইমী ইমতিয়াজ বৃদ্ধের গলা কেটে হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। তাৎক্ষণিক পিআইবি এবং ক্রাইম সিন টিমকে অবগত করি। তারাও দ্রুত ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে একটি হত্যা মামলা প্রকৃয়াধীন। অতি দ্রুত খুনের রহস্য উদঘাটন করে অপরাধীদের আটক করতে সক্ষম হব বলে জানান তিনি।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]