
রাজধানীর দক্ষিণখানে একটি মাদ্রাসার পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে জান্নাত (২০) নামের এক ছাত্রী মারা গেছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
জান্নাত রাজধানীর দক্ষিণখান এলাকার নূরানী ট্রেনিং সেন্টার মাদ্রাসার ছাত্রী ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার পশ্চিম নামাপাড়া গ্রামের লোকমান হোসেনের মেয়ে।
মাদ্রাসার শিক্ষক মো. আদনান মাহমুদ জানান, বৃহস্পতিবার রাতে জান্নাত হঠাৎ মাদ্রাসার পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘ওই নারী শিক্ষার্থীর লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিণখান থানাকে জানানো হয়েছে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]