
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাছ পড়ে আসমা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আসমা বালিয়াকান্দি উপজেলার নববাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের কালাম জোয়াদ্দারের স্ত্রী।
নবাবপুর ইউনিয়নে পরিষদের সদস্য পলাশ কর বলেন, ঘটনাটি আমার ওয়ার্ডের মধ্যে। বিকাল সাড়ে ৪টার দিকে সোনাপুর এলাকায় প্রচণ্ড ঝড়-বাতাস শুরু হয়। ঝড়ের সময় কালামের স্ত্রী আসমা বেগম তার রান্না ঘরে আশ্রয় নেয়। এ সময় রান্না ঘরের পাশে থাকা একটি কড়ই গাছের ডাল ভেঙ্গে রান্না ঘরের ওপর পড়ে। গাছের ডালসহ টিনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, ঝড়ের কারণে গাছের ডাল ভেঙ্গে আসমা নামের এক নারীর মৃত্যু হয়েছে। আমরা পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]