'আর কোনো তালবাহানা চলবে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে'
প্রকাশ : ২৭ মে ২০২৫, ২৩:২৫
'আর কোনো তালবাহানা চলবে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে'
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, নির্বাচন এখন সাধারণ মানুষ তথা সর্বস্তরের মানুষের দাবি, এই নির্বাচনের জন্যই এত লড়াই সংগ্রাম, মামলা, হামলা এত গুম, খুন। তাই এখন সময় এসেছে এটি আদায় করার। অন্তবর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে আর কোনো তাল বাহানা চলবে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।


তিনি মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় নরসিংদী জেলা বিএনপি'র কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপনের প্রস্ততি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, এবার আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করবো। সবার সাধ্যমতো আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবো। তবে আমাদের খেয়াল রাখতে হবে কারো উপর যেনো কোন কিছু চাপিয়ে দেয়া না হয়। কোন ধরনের অসঙ্গতি যদি লক্ষ্য করা যায় তবে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবো।


নরসিংদী সদর ও শহর বিএনপির যৌথ আয়োজনে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল কবির ভূঁইয়াসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com