
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারের সড়ক ও ফুটপাত দখল করে গরু, ছাগল ও মহিষের অবৈধ হাট বসিয়েছেন ব্যবসায়ীরা।
গত সোমবার (২৬ মে) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে অস্থায়ীভাবে বাঁশ ও খুঁটি পুঁতে গরু, ছাগল ও মহিষ বেঁধে রাখা হয়। ইতোমধ্যে ওই অবৈধ হাটে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু, ছাগল ও মহিষ তোলা শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, সরাইল গরুর বাজারে পর্যাপ্ত জায়গার অভাবে অনেক সময় গরু নিয়ে সড়কের পাশে দাঁড়াতে হয়। আর কালিকচ্ছ বাজারটি নিকটবর্তী হওয়ায় এলাকার মানুষজনের সুবিধার্থে ব্যবসায়ীরা এখানে হাট বসিয়ে থাকেন।
তবে এ বছর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তবুও অনেকে অনুমতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগের বছর কোরবানির ঈদে প্রশাসনের অনুমতি পেয়েছিল।
কালিকচ্ছ ইউনিয়নের গলাইন্না এলাকা থেকে আগত গরু বিক্রেতা বাবুল জানান, সরাইল গরুর বাজারে তোলার আগে আপাতত এখানে গরু নিয়ে দাঁড়িয়েছি। বাজারটি কাছাকাছি হওয়ায় অনেকেই এখানে গরু নিয়ে আসে।
বাঁশ-খুঁটি পুঁতে গরু রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোরবানির ঈদ এলেই আমরা সবাই এ হাটে গরু বিক্রি করি।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন জানান, এ বাজারের কোনো অনুমতি দেওয়া হয়নি। অবৈধভাবে স্থাপিত বাজার বন্ধ করে দেওয়া হয়েছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]