কুষ্টিয়ায় ৩দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১৫:৩৩
কুষ্টিয়ায় ৩দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও ৩ দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।


২৫ মে, রোববার সকাল ১০টায় কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিস চত্বরে অনুষ্ঠিত ভূমি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।


এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল ওয়াদুদ, জেলা প্রশাসনের সহকারি কমিশনার মুমতাহিনা পৃথুলা, জেলা রেজিস্টার গাজী মুহাম্মদ আব্দুল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বাচ্চুসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং ভূমি সেবা প্রত্যাশীগণ। এর আগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো, তৌফিকুর রহমান। পরে আলোচনা সভায় অংশ নেন অতিথিবৃন্দ।


ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসন এবং সদর উপজেলা ভূমি অফিস এ ভূমি মেলার আয়োজন করে। তিনদিন ব্যাপী এ ভূমি মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com