
কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা কর্তৃক দুই শতাধিক অসহায়, দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক মোংলার জয়মনিরঘোল ও তৎসংলগ্ন এলাকায় মেডিকেল অফিসার সার্জন লে. কমান্ডার মাকসুদা জাহানের নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে দুই শতাধিক অসহায়, দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
এছাড়াও, কোস্ট গার্ড অবৈধ মৎস্য সম্পদ আহরণ, মাদক ও মানবপাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবীদের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য প্রদান করে।
এ সময়ে ইউএস অ্যাম্বাসির প্রতিনিধি দল রায়ান রে, সিভিল মিলিটারি সাপোর্ট এলিমেন্টের পরিচালক ও টেলর চেজ টিলার, এসএসজি ইউএস ইএমবি চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।
এছাড়াও সভায় স্থানীয় প্রশাসন, বন-বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিবার্তা/জাহিদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]