শিবপুরে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী পলাতক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ১৭:৫০
শিবপুরে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী পলাতক
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী খাদিজা আক্তারকে (৩৫) গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামী তারেক মিয়া (৪০) এর বিরুদ্ধে।


১৩ এপ্রিল, রবিবার দুপুরে শিবপুর থানার ভরতেরকান্দি গ্রামের বসত ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় স্বামী তারেক পলাতক থাকায় পুলিশের সন্দেহ স্বামী নিজেই স্ত্রী খাদিজাকে গলা টিপে হত্যা করেছে। নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।


পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, রবিবার সকালে সাড়া না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গৃহবধূ খাদিজার মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসী শিবপুর থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করে।


দীর্ঘদিন ধরে ভরতেরকান্দি গ্রামের তারেক মিয়ার সঙ্গে স্ত্রী খাদিজা আক্তারের পারিবারিক কলহ চলে আসছিল। এ কলহের জেরে শনিবার রাতের কোনো এক সময় স্ত্রীকে গলাটিপে হত্যা করে তারেক। পরে মরদেহ ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে স্বামী তারেক মিয়া পালিয়ে যায় বলে ধারণা পুলিশের।


শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার পর হতে স্বামী তারেক মিয়া পলাতক রয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com