
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিনে মোট ৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এরমধ্যে এসএসসিতে ২৩জন ও দাখিল পরীক্ষায় ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এবার উপজেলার ৪ টি কেন্দ্রে এসএসসি ও ১ টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে প্রথমদিনে বাংলা বিষয়ের পরীক্ষায় গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪ জন, রহনপুর আহম্মাদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০ জন, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮ জন, চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন এসএসসি ও প্রসাদপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে কুরআন মজিদ পরীক্ষায় ১৫ জন দাখিল পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বিবার্তা/লিটন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]