
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর চর থেকে রক্তাক্ত অবস্থায় এক ভ্যান চালককে উদ্ধার করা হয়েছে।
২৬ মার্চ, বুধবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তর পার সাওতা গ্রমের চর থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পুলিশ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ভ্যান চালককের নাম আব্দুর রশিদ প্রামানিক (৬০)।
তিনি মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম রানাখড়িয়া গ্রামের মৃত এছের আলী প্রামানিকের ছেলে।
২৫ মার্চ, মঙ্গলবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ বলছেন, আহত ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। মাথায় আঘাতের চিহৃ রয়েছে। এরফলে তার রক্তক্ষরণ হয়েছে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, অচেতন অবস্থায় থাকার কারণে কিছু জানা সম্ভব হয়নি। চিকিৎসা চলছে।
জ্ঞান ফিরলে ঘটনার বিষয়ে জানা সম্ভব হবে। পরিবারের সাথেও কথা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধস্তধস্তির ঘটনার এক পর্যায়ে তার মাথায় আঘাত করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]