
কুমিল্লার চৌদ্দগ্রামে এক গৃহবধূর বিয়ের চার মাসের মাথায় সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় শ্বশুর ছেরু মিয়াকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ মার্চ) সকালে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছেরু মিয়া চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা।
চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সাত মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে ওমান প্রবাসীর সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শাশুড়ির অসুস্থতার কথা বলে শ্বশুর নববধূকে তার বাবার বাড়ি থেকে নিজেদের বাড়িতে নিয়ে যান। চার মাস আগে ওমান থেকে ছুটিতে দেশে ফেরে তার স্বামী নববধূর সঙ্গে স্বাভাবিকভাবে সংসার করতে থাকেন। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে স্বামী তার স্ত্রীকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করালে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে রিপোর্ট দেন চিকিৎসক।
এরপর ওই নববধূ তার শ্বশুরের দ্বারা একাধিকবার ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি স্বামীকে জানান। এতে উলটো নববধূকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ ওঠে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
ওসি হিলাল উদ্দিন চৌধুরী বলেন, ভুক্তভোগী ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। এরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]