দৌলতপুরে জামায়াতের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ২১:০৬
দৌলতপুরে জামায়াতের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশ ফিলিপনগর ইউনিয়নের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে ১৬০ মন ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।


১৭ মার্চ, সোমবার বিকেল ৫ টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর পি এস এস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


ফিলিপনগর ইউনিয়ন জামায়াতের আমির মওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুহাম্মদ খাজা আহমেদ।


প্রধান অতিথি দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফয়সাল আহমেদ বলেন, তুরস্ক ভিত্তিক একটি এনজিও ‘আই এইচ এইচ’ থেকে খাজা আহমেদের সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত অস্বচ্ছল পরিবার পবিত্র মাহে রমজানের পুরো এক মাসের একটি প্যাকেজ চাল, ডাল, তেল, আলু ইত্যাদি পেয়ে ভীষন ভাবে উপকৃত হবে। আগামীতে এমন কর্যক্রম বেশী বেশী হোক এমন প্রত্যাশা করেন তিনি।


বিশেষ অতিথি খাজা আহমেদ বলেন, প্রতি রমজানেই আমাদের বেশ কিছু ভিন্নধর্মী প্রজেক্ট থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার আমার নিজ এলাকার মানুষদের মাঝে ভালোবাসার উপহার দিতে পেরে আমি সত্যিই আনন্দিত। সামনে আমাদের আরও কিছু প্রজেক্ট আছে। সবাই দোয়া করবেন, এটার মতো সেগুলো যেন সফলভাবে সম্পন্ন করতে পারি।


ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর ১ কেজি, চিড়া ২ কেজি, চিনি ২ কেজি, মুড়ি ২ কেজি, ছোলা ২ কেজি, লবণ ২ কেজি, পেঁয়াজ ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার, আলু ৪ কেজি ও চাল ৫ কেজি।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com