
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫ বছর বয়সী শিশু মাহমুদা খাতুনকে বিষ পানে হত্যার অভিযোগে অভিযুক্ত আলোচিত সেই সৎ মা বন্যা খাতুনকে আটক করেছে ঝিনাইদহ র্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান (র্যাব)। পরে তাকে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
৯ মার্চ, রবিবার দুপুরে কোটচাঁদপুর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
এর আগে শনিবার রাতে আসামি (সৎ মা) বন্যা খাতুনকে মহেশপুর উপজেলার শিশুতলা গ্রামের এক আত্মীয়র বাসা থেকে আটক করা হয়।
গত ০১ মার্চ বিকালে শিশু মাহমুদা খাতুনকে কোমল পানীয়র সাথে কীটনাশক বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করে সৎ মা বন্যা খাতুন। সাত দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যায় ৫ বছর বয়সী শিশু মাহমুদা খাতুন। কোমল পানীয়ের সাথে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ উঠে সৎ মা বন্যা খাতুনের বিরুদ্ধে। এর পর থেকে সৎ মা পলাতক ছিলেন।
গত ০৭ মার্চ শিশুটির পিতা শাহিন আলম বাদী হয়ে স্ত্রী বন্যার বিরুদ্ধে কোটচাঁদপুর মডেলবথানায় হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্ত সৎ মা কে আটকের দাবি উঠে। নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। শুরু করেন অভিযান। পরবর্তীতে মোবাইল ট্রেকিং এর মাধ্যমে ঝিনাইদহ র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) শনিবার রাতে তাকে মহেশপুর উপজেলার শিশুতলা গ্রাম থেকে আটক করে।
শিশু মাহমুদা কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের সৌদিপ্রবাসী শাহিন আলমের একমাত্র মেয়ে। জন্মের পরই মাহমুদার মা মারা যায়। এরপর থেকেই সে এক বড় মায়ের (বাবারা দাদী) কাছে লালন পালন হয়।
সৌদি প্রবাসী পিতা শাহিন আলম দেশের বাহিরে থেকে অবস্থানকালে একই গ্রামের জিয়ারুলের মেয়ে বন্যা খাতুন হুমাইরাকে মোবাইলে বিয়ে করেন। একমাস পূর্বে সে দেশে ফিরে তাকে বাড়িতে নিয়ে আসেন। এর পর থেকেই শুরু হয় পারিবারিক কলহ। সৎ মা বন্যা খাতুন কখনই মাহমুদাকে ভালো চোখে দেখেনি। পরে তাকে বিষ খাইয়ে হত্যা করে।
এ বিষেয় কোটচাঁদপুর মডেল থানার দায়িত্বরত ডিউটি অফিসার এস আই শারমিন আক্তার বলেন, শিশু হত্যার অভিযোগে অভিযুক্ত সৎ মাকে আটক করা হয়েছে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]