আশুলিয়ায় সোয়েটার কারখানায় ডাকাতি, ৫ কোটি টাকার মালামাল লুট
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১৫:২০
আশুলিয়ায় সোয়েটার কারখানায় ডাকাতি, ৫ কোটি টাকার মালামাল লুট
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় বন্ধ থাকা একটি সোয়েটার কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে শনিবার ভোর চারটা পর্যন্ত ডাকাতরা ওই কারখানায় ডাকাতি করে।


জানা গেছে, উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকার ম্যাগপাই সোয়েটার কারখানায় এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ম্যাগপাই সোয়েটার কারখানার পরিচালক আফরোজ আল মামুন জানান, বন্ধ থাকা ঐ কারখানার গেট দিয়ে প্রায় ৪০ সদস্যদের একদল সশস্ত্র ডাকাত অস্ত্র নিয়ে প্রবেশ করে রাত আটটায়। এসময় কারখানাটির নিরাপত্তাকর্মীসহ সাতজনকে ডাকাতরা একটি রুমে আটকে রেখে মারধর করে কারখানা থেকে মেশিনারিজ ও ইলেকট্রনিক্স সামগ্রীসহ প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের মালামাল লুটে নিয়ে যায়। পরে খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিভিন্ন সমস্যাজনিত কারণে কারখানাটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।


এ বিষয়ে শিল্প-পুলিশ এক এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও ডাকাতদের আটকের চেষ্টা চলছে।


বিবার্তা/বাশার/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com