খানসামায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৬
খানসামায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
খানসামা, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় (১ম সংশোধিত) তিন দিনব্যাপী কৃষি মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ফিতা কেটে কৃষি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এর আগে মেলা উপলক্ষ্যে পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক অতিক্রম শেষে মেলা চত্বরে গিয়ে শেষ হয়। তারপর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৭ ফেব্রুয়ারী পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে মেলার কার্যক্রম।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষন) আবু জাফর মো.সাদেক, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রাণীসম্পদ কর্মকর্তা রতন কুমার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মুক্তাদির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, কৃষক-সুধীজন৷


উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “কৃষি বাংলাদেশের প্রাণ। আধুনিক প্রযুক্তি ও সঠিক চাষাবাদের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। এই মেলার মাধ্যমে কৃষকরা নতুন ধারার কৃষি পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবেন।


বিবার্তা/জামান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com