
পাবনায় সারাদেশে অব্যাহতভাবে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ধর্ষকদের গ্রেফতার ও শাস্তির কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, আহ্বায়ক বরকাতুল্লাহ ফাহাদ, সদস্য সচিব, মুন্জুরুল ইসলাম, মুখপাত্র সিরাজুম মনিরা, মুখ্য সংগঠক ইউসুফ বিপ্লব, যুগ্ম-আহবায়ক রাসেল আহমেদ, এসএম সৈকত, মিনহাজ হোসেন, ফজলে রাব্বি রুহান এবং অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
আহ্বায়ক বরকাতুল্লাহ ফাহাদ বলেন, সারাদেশে অব্যাহতভাবে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, নারী ও শিশু ধর্ষণ যারা বাংলাদেশকে অস্থিতিশীল মধ্যে ফেলে দেওয়া হয়েছে আমরা মনে করি এই ব্যর্থতার দায়ভার এটা সম্পূর্ণ এই স্বরাষ্ট্র উপদেষ্টার। এই স্বরাষ্ট্র উপদেষ্টা যদি সঠিকভাবে মন্ত্রণালয় পরিচালনা করতো সঠিকভাবে দেশকে পরিচালনা করতো তাহলে বাংলাদেশে হাজারো ছাত্র জনতার জীবন দেওয়ার পরেও দেশের এই অবস্থা হতো না। আমরা এমন একটা বাংলাদেশকে দেখতে চাই যে বাংলাদেশে ধনী গরিব রিকশাচালক এদের মধ্যে কোন পার্থক্য থাকবে না।
বিবার্তা/পলাশ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]