
সুনামগঞ্জের ধর্মপাশায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে দুইজনকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মৃত আঃ বারকের ছেলে মো. মৌলা মিয়া (৪৪) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামের জিতেন সরকারের ছেলে আপন সরকার (২২)।
ইউএনও জনি রায় জানান, পাইকুরাটি ইউনিয়নে ভাটগাঁও গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা সংশোধন (২০২৩) আইনে মো. মৌলা মিয়াকে ১০ দিন ও আপন সরকারকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/শহীদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]