রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও হাতবোমা তৈরির বিস্ফোরকদ্রব্য উদ্ধার
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭
রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও হাতবোমা তৈরির বিস্ফোরকদ্রব্য উদ্ধার
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর চারঘাটে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, হাতবোমা ও ককটেল তৈরির বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়েছে ।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত দেড়টায় চারঘাট থানাধীন পাকিয়ানপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত দ্রব্যাদির মধ্যে বিদেশি পিস্তল ১ টি, ওয়ান শুটারগান, ৩ টি, পিস্তলের ম্যাগাজিন ০১ টি, সর্বমোট গুলি ৮ রাউন্ড, হাতবোমা-ককটেল তৈরির বিস্ফোরক দ্রব্যাদি আনুমানিক ৩.১৫০ কেজি উদ্ধার করা হয়।


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকিয়ানপাড়া এলাকায় চরমপন্থি ও সন্ত্রাসী গ্রুপ কর্তৃক দীর্ঘদিন ধরে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র
সরঞ্জামাদি নদীর ধারে ফসলি জমিতে বস্তার ভিতর ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে রাতে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য ও গুলি উদ্ধার করা হয়।


র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য ও গুলি বর্তমান পরিস্থিতিকে আরো অশান্ত ও বিশৃঙ্খলাপূর্ণ করে তোলার লক্ষ্যে কতিপয় সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন থেকে সংগ্রহ করে আসছিল।


বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযানের কারণেই তারা এ সকল আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখতে পারে বলে ধারণা করা হয়।


উক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com