দৌলতপুরে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫১
দৌলতপুরে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুর ১২টায় দৌলতপুর উপজেলা পরিষদ অভ্যন্তরে কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।


দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদের সভাপতিত্বে কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফী মো. রফিকুজ্জামান।


বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আকবর আলী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক মো. রকিবুল ইসলাম।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা কৃষি অফিসার মো. নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দৌলতপুর কৃষি কৃসি সম্প্রসারণ কর্মকর্তা আলী হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং আমন্ত্রিত কৃষক ও সুধীবৃন্দ।


প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন, পলিনেট হাউজ, পলিমালচ্সহ অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সহজেই উচ্চমূল্যের ফসল চাষ করা যায়। এতে প্রকৃতির প্রতিকূলতা কাটিয়ে ফসল চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। তাই সনাতন পদ্ধতিতে চাষাবাদ না করে কৃষিতে নতুন নতুন প্রযুক্তির বিস্তার ঘটাতে হবে। পারিবারিক পুষ্টি নিশ্চিতে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে জৈব পদ্ধতিতে ফসল ফলাতে হবে।


মেলায় আধুনিক কৃষি প্রযুক্তিভিত্তিক, জৈব ও রাসায়নিক বালাইনাশক ও নার্সারীসহ ১৩টি স্টল অংশ নিয়েছে। এছাড়াও নার্সারী মালিকরা নানা রকমের ফুল ও ফলের চারা নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। কৃষি সম্প্রসারণ অফিদপ্তর ও দৌলতপুর কৃষি অফিসের আয়োজনে মেলা শেষ হবে বৃহস্পতিবার।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com