
প্রকৃতির সান্নিধ্যে শিশু এ ভাবনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে তিন দিনব্যাপী ১০ম বার্ষিক আর্ট ক্যাম্প ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সদর উলচাপাড়া গ্রামে মালেকা ছাহেব আলী উচ্চ বিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান মিলনায়তনে আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর ভূইয়া।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো. মাসুকুল ইসলাম মাসুক, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মো. খান বিটু।
উদ্বোধনের পর শত শত আঁকিয়ে পুরো উলচাপাড়া গ্রামের পরিবেশে নদীর তীরে নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর মাছ, নৌকা, বাঁশ বন, জেলেপাড়া, মাছ শুকানে, গ্রামীণ মানুষের জীবনযাপন দেখা ও অবলোকন করার পর শিশুরা দল বেদে ছবি আঁকার জন্য দল বেদে বেরিয়ে পড়ে। তিনদিন ব্যাপী এই ক্যাম্পে পাঁচটি টিমে ভাগ করে ৩ শতাধিক শিশু অংশগ্রহণ করে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]