
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে একটি ইটভাটায় এক শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে অপর এক শ্রমিক।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার উত্তর কাউন্দিয়া এলাকায় শাকিল ব্রিকসে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোর রাতে ওই ইটভাটায় কাজ করার সময় তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয় শাহীন নামের এক শ্রমিকের সাথে আরেক শ্রমিক শামীমের। এসময় শামীম বেলচা দিয়ে শাহীনকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এঘটনায় পুলিশ শামীমের তিন সহযোগীকে গ্রেফতার করেছে। ঘটনার পর থেকে ওই ইটভাটায় শ্রমিকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে সাভার মডেল থানার এস আই জাকির বলেন, হত্যাকারীকে আটকে অভিযান চলছে। অপরদিকে সাভারের নামা গেন্ডা এলাকার একটি বাড়ি থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]