
দীপু চন্দ্র দাস হত্যার বিচার, বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্ষণ ও সন্ত্রাস বন্ধ, সাংবাদিক নির্যাতন এবং দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার–এর ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৯০১ জন শিক্ষক।
শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রসাশন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুব আলম প্ৰদীপ কর্তৃক পাঠানো এক বিবৃতিতে শিক্ষকবৃন্দ বলেন, গত ১৮ ডিসেম্বর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দীপ চন্দ দাসকে ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে সংঘবদ্ধভাবে হত্যা করা হয়। একই সময়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংস ঘটনাও গভীর উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গাছে ঝুলিয়ে হত্যার হুমকিকে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ও ঘৃণ্য ঘটনা আখ্যা দিয়ে বলা হয়, এসব কর্মকাণ্ড মুক্তচিন্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা হামলার শিকার হচ্ছেন এবং শতাধিক শিক্ষককে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাম উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়।
এছাড়া বিশিষ্ট সাংবাদিক সুলতান কবিরের ওপর হামলা এবং দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার–এর অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে স্বাধীন সংবাদমাধ্যমের ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানানো হয়।
এতে বলা হয়, এ ধরনের সহিংসতা ও সাম্প্রদায়িক উসকানি রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো ও সামাজিক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিবৃতিতে সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]