কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি, আহত ১
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:২৫
কুষ্টিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতি, আহত ১
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকায় মহাসড়কে ট্রাক থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের ধারালো অস্ত্রেরআঘাতে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।


শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে শুঁটকি মাছ বোঝাইএকটি ট্রাক নিয়ে রংপুরে যাচ্ছিলেন ট্রাকের চালক আলমগীর হোসেন। রাত দেড়টার দিকে ইবি থানার শান্তিডাঙ্গা এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী ডাকাত ট্রাকটি থামিয়ে চালককে বেধড়ক মারপিট করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।


এসময় তার কাছ থেকে নগদ ৭০০ টাকা ছিনিয়ে নেয় এবং আরও টাকার দাবিতে তাকে পুনরায় মারপিট করে। চালকের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, ঘটনার পর তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।


আহত আলমগীর হোসেন যশোর জেলার কেশবপুর উপজেলার মজিদপুর এলাকার সাহেব মোড়লের ছেলে।


এ ঘটনায় ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান,ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com