
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন-বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
২৭ ডিসেম্বর, শনিবার রাত পৌনে ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া পথে এবং সাড়ে ৯টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয় বলে জানান বিআইডব্লিটিসির ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম।
তিনি বলেন, “রাত ৯টার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া পথে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নদীর মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। পরে সাড়ে ৯টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।”
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, নৌ-দুর্ঘটনা এড়াতে সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।
বিআইডব্লিটিসির সহকারী ব্যবস্থাপক (আরিচা) আবু আব্দুল্লাহ বলেন, রাত সাড়ে ৯টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। চিত্রা নামের একটি ফেরি কাজিরহাট ঘাটের কাছাকাছি নোঙর করে রয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]