আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০০:৩০
আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কুয়াশার চাদরে ঢেকে পড়ছে প্রকৃতি, জেঁকে বসেছে শীত। এরমধ্যে হিমেল হাওয়ায় শীতের তীব্রতা আরও বাড়াচ্ছে।এমন অবস্থায় দেশের দিকে ধেঁয়ে আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’।


শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ফেসবুকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানায়।


এতে আরও বলা হয়, শৈত্যপ্রবাহটি ২৮ ডিসেম্বর হতে ৭ জানুয়ারি অথবা ৩১ ডিসেম্বর হতে ৭ জানুয়ারি পর্যন্ত থাকতে পারে। এটি রাজশাহী ও খুলনা বিভাগের অনেক এলাকায় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে।


এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর ও এর পার্শ্ববর্তী এলাকায় বেশ সক্রিয় থাকতে পারে। কম সক্রিয় থাকতে পারে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায়। তবে, দেশের সমগ্র উপকূলীয় এলাকা ও ঢাকা শহর, কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রামে শীত থাকলেও শৈত্যপ্রবাহটি তেমন একটা সক্রিয় থাকবে না।


বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম আরও জানায়, শৈত্যপ্রবাহ চলাকালে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, পাবনা, বগুড়া, নাটোর, নড়াইল, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, মাগুরা, রাজবাড়ী ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এখানে অপেক্ষাকৃত আগে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।


এ ছাড়া দিনাজপুর, রংপুর, নিলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, সিরাজগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এখানে মূল সক্রিয় সময়ে শৈত্যপ্রবাহ বইতে পারে।


অপরদিকে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মাদারীপুর, মানিকগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, মৌলভীবাজার ও এর পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।


শৈত্যপ্রবাহ শুরুর প্রথম দুই বা তিনদিন দেশে কুয়াশাবেল্টের দাপট বেশি থাকতে পারে। এরপর কুয়াশাবেল্ট বেশ হ্রাস পেতে পারে ও দেশের অধিকাংশ এলাকায় দিনে মোটামুটি রোদ পাওয়া যেতে পারে।


বিডব্লিউওটি ফেসবুক পোস্টে আরও জানায়, শৈত্যপ্রবাহ ‘কনকন’ চলাকালে দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশা থাকতে পারে এবং অধিকাংশ এলাকায় রাতে কনকনে ঠান্ডা পড়তে পারে।


ঢাকা শহর ও দেশের উপকূল ঘেসা এলাকায় শৈত্যপ্রবাহ না আসলেও এসব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com