
ঘনকুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পর পর তিনটি দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরের দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ঘনকুয়াশা পড়া শুরু করে। এ কারণে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল শুরু করে। পরে ভোরে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় ঢাকামুখী ও মাওয়ামুখী লেনে পর পর তিনটি দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হন।
তিনি আরও বলেন, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।
দেওয়ান আজাদ বলেন, দুর্ঘটনায় বাস, কাভার্ডভ্যান, মাইক্রোবাস ও প্রাইভেট কারসহ মোট ৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]