
ফেনীর সোনাগাজী উপজেলার আর এম হাটকে উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী নুর নবীর বিচার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে ক্লাশ বর্জন করে সোনাগাজী -ফেনী আঞ্চলিক মহাসড়কের মতিগঞ্জ বাসস্ট্যান্ড অবরোধ ও মিছিল করে তারা।
শুধু প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নয় ফৌজদারি অপরাধের শাস্তি দাবি করেছে শিক্ষার্থীরা। অফিস সহকারীকে বরখাস্ত করে উপজেলা প্রশাসন ও প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ করেন।
জানা গেছে, গত ২০ জানুয়ারি বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠে অফিস সহকারী নুর নবীর বিরুদ্ধে। প্রধান শিক্ষকের কাছে অভিযোগ দেয়ার পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
তাৎক্ষণিক অফিস সহকারী নুর নবীকে বরখাস্ত করে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন ও আর এম হাটকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করেন। আন্দোলন স্থগিত করে নুর নবীর বিচার দাবি করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০২৪ সালে অপর এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠে এই পিয়নের বিরুদ্ধে। তখন সাময়িক ব্যবস্থা নেয়া হয় তার বিরুদ্ধে।
বিবার্তা/মনির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]