
ফেনীর মহিপালে পর্যটকবাহী বাস থেকে চার হাজার পিস ইয়াবাসহ শেফায়াতুল ইসলাম (৩৫) নামে এক গাড়ি চালককে গ্রেফতার করেছে পুলিশ।
২১ জানুয়ারি, মঙ্গলবার সকালে তাকে মাদক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২০ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফেনীর পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয়।
এসময় মারছা পরিবহনের একটি পর্যটকবাহী বাস তল্লাশি করা হয়। বাসটির চালকের আসনের পাশে থাকা একটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ব্যাগটি নিজের দাবি করায় চালক মো: শেফায়াতুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়। সে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলীর জসিম উদ্দিনের ছেলে। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য বিশ লক্ষ টাকা।
ফেনীর উপ পরিচালক সৌমেন মন্ডল বলেন, মাদক উদ্ধারের ঘটনায় পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার তাকে ফেনী থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
বিবার্তা/মনির/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]