
দিনাজপুরের খানসামা উপজেলার ভুট্টা ক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় এজাহার ভূক্ত আসামি সবুজ ইসলামকে (২৫) আটক করেছে র্যাব।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. সাইফুল্লাহ নাঈম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে জেলার চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সবুজ ইসলাম ফতেজংপুর (কামারের মোড়) এলাকার মো. জাহিদের ছেলে। গৃহবধূ হত্যার ঘটনায় এজাহার নামীয় ২নম্বর আসামি সে।
র্যাব জানায়, নিহত আনিছা খাতুন (১৯) চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর এলাকার ইপিজেড এভারগ্রীন কোম্পানিতে চাকরি করার সুবাদে সবুজসহ অন্যান্য আসামিদের সাথে পরিচয় হয়। একপর্যায়ে মাহফুজুর রহমানের সাথে আনিছার প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা তাদের পরিবারকে না জানিয়ে বিয়ে করে। এ বিয়ে পরিবার মেনে না নেওয়ায় মাহফুজুর ও আনিছা তার বড় ভাই খানসামা উপজেলার গোয়ালডিহি ইলিয়াস হাজীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান মনিরের বাসায় থাকতেন। কয়েক মাস পরে উভয়ে পার্শ্ববর্তী এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করে। আনিছা ও মাহফুজুরের মধ্যে মনোমালিন্যতা হলে আনিছা তার পিতার বাসায় চলে যান। পরবর্তীতে গত ৬ জানুয়ারি সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামিসহ অন্যান্য আসামিরা ভিকটিমকে ভাড়া বাসায় নিয়ে যাওয়ার জন্য বাদীর বাসায় এসে ভিকটিমকে নিয়ে যায়। গত ৭ জানুয়ারি সকালে খানসামা থানার গোয়ালডিহি গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আনিছার বড় ভাই বাদী হয়ে খানসামা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত সবুজকে খানসামা থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
বিবার্তা/জামান/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]