ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার চেষ্টা: জড়িতদের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫৮
ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যার চেষ্টা: জড়িতদের বিরুদ্ধে মামলা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর সোনাগাজীতে দাবিকৃত চাঁদা না দেওয়ায় জেসমিন আক্তার (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং।


মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন আহত গৃহবধূ। ঘটনার পর থেকে জড়িতরা গ্রামছাড়া হওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।


জানা গেছে, মোবাইলে আপত্তিকর ভিডিও বানিয়ে ফেসবুকে ছড়ানোর কথা বলে চর দরবেশ ইউনিয়নের সৌদি প্রবাসী মহি উদ্দিনের স্ত্রী জেসমিন আক্তারের কাছে চাঁদা দাবি করেন হোসেন আহম্মদ ও মুুহাম্মদ রকি নামে দুই বখাটে। চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে ওই প্রবাসীর স্ত্রী গত ৪ মাস বাবার বাড়িতে ছিলেন।


স্থানীয় সমাজপতিদের আশ্বাসের ভিত্তিতে সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাড়িতে যান তিনি। এসময় সমাজপতিদের সামনে জেসমিন ও তার ছোট বোন বিবি কুলছুম লাকি, ভাতিজা মুুহাম্মদ রুবেল এবং মুুহাম্মদ সুমনকে পিটিয়েছে সন্ত্রাসীরা।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে ভর্তি করেন।


সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, জেসমিনসহ চার জনকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে।


এ ঘটনায় পরদিন ( মঙ্গলবার) হোসেন আহম্মদ (২৫), মুুহাম্মদ রকি (২২), শামীম (১৯), পলিন(২০),আবদুল মতিন (২৭), ইমাম হোসেন (২৮), রুবেল (২৩) ও জিয়া (২৩) সহ ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দেন আহত গৃহবধূ। আসামিরা সকলে কারামতিয়া এলাকার বাসিন্দা ও সংঘবদ্ধ একটি কিশোর গ্যাংয়ের সদস্য।


আহত রুবেল জানান, চর দরবেশ ইউনিয়নের হোসেন আহম্মদ এবং রকির নেতৃত্বে একটি কিশোর গ্যাং তার ফুফু জেসমিনের কাছে চাঁদা দাবি করেন। তাদের ভয়ে গত চার মাস তিনি বাপের বাড়িতে ছিলেন। সোমবার বিকালে বাড়িতে গেলে হোসেন ও রকি সহ ১০/১২ সশস্ত্র সন্ত্রাসী তাদেরকে পিটিয়ে হত্যার চেষ্টা করে।


অভিযুক্ত হোসেনের দাবি, পাওনা টাকা চাওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।


এ ব্যাপারে সোনাগাজী থানার ওসি বায়েজিদ আকন বলেন, আহত প্রবাসীর স্ত্রী অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।


বিবার্তা/মনির/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com