গুরুদাসপুরে বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে উদ্ধার
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ২০:৩৯
গুরুদাসপুরে বাকপ্রতিবন্ধী বৃদ্ধাকে উদ্ধার
রাতে মহাসড়কের পাশে পড়েছিলেন বৃদ্ধা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুরে কাছিকাটা মহাসড়কের পাশে সত্তরোর্ধ্ব মানসিক ভারসাম্যহীন ও বাকপ্রতিবন্ধী অজ্ঞাত এক বৃদ্ধা মহিলাকে উদ্ধার করা হয়েছে।


৫ জানুয়ারি, রবিবার ভোর রাতে কনকনে শীতে তিনি দাঁতেমুখে ঠকঠক করে কাঁপছিলেন। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ৭ নম্বর বেডে তিনি কাঁতরাচ্ছেন। হাত দুখানা কাঁপছিল। স্থানীয়দের ধারণা তাকে তার পরিবারের লোকজন ফেলে গেছে। সাথে তার বালিশ ও বিছানাপত্র রয়েছে।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বৃদ্ধাকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও মোটা কাপড় দেওয়া হয়েছে।


গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, বৃদ্ধার পরিচয় ও ঠিকানা উদ্ধারে কাজ করে যাচ্ছি।


আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুজাউদ্দৌলা জানান, বৃদ্ধার চিকিৎসা সেবা অব্যাহত আছে। ক্রমশ তার শারিরীক অবস্থার উন্নতি হচ্ছে।


বিবার্তা/জনি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com